সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ, তেজগাঁও

Civil Aviation School & College , Tejgaon

স্কুল কোড: ১২৬৫, কলেজ কোড : ১০৬৪, ইআইআইএন: ১০৮৫১৭

প্রধান পৃষ্ঠপোষকের বাণী

Patron Image

প্রতিটি মানুষের মধ্যেই প্রোথিত আছে সৃজনশীলতা। কিন্তু তা বিকশিত করার জন্য একটা মাধ্যম বা পরিবেশ আবশ্যক।প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সাহিত্য, সাংস্কৃতিক, বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীদের সুপ্ত মেধা ও মননশীলতাকে বিকশিত করতে অত্র প্রতিষ্ঠানটি যুগ যুগ ধরে অগ্রণী ভূমিকা পালন করছে।

অদম্য জীবনী শক্তিতে উজ্জীবিত যেসব শিক্ষার্থীদের সৃষ্টিশীল কর্ম দেশ ও দশের সেবায় নিবেদিত হবে একদিন।১৯৬৩ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির সূচনা লগ্ন থেকে শত শত প্রতিকূল মুহূর্তে কর্তৃপক্ষের শুভদৃষ্টি যেমন ছিল, বর্তমানে আছে, তেমনি ভবিষ্যতেও থাকবে। মহাকালের আলোকবর্তিকা হয়ে আলো ছড়িয়ে অনন্তকাল বেঁচে থাকুক এ প্রতিষ্ঠানটি এই প্রত্যাশা করি।

এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক

বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি
চেয়ারম্যান, সিএএবি ও প্রধান পৃষ্ঠপোষক